অদৃষ্ট
- অনিমেষ বিশ্বাস
জাদুকর, তোমার হাতেই ছিল ৫২ খানা তাস ,
কপালের ফেরে আর তোমারি ছলে !
রঙিন কাগজে মুড়িয়ে নিলে হাত ,
কাঁচকলা দেখিয়ে আমার করলে সর্বনাশ ।
টেক্কা নিয়ে টেক্কা দিয়ে
সাহেব বাবু সেজে ,
পটের বিবি তোমারি সনে
ছিল ঠাঁটের বাহার নিয়ে ।
গোপন হাসিতে খেলছিলে,খেলায় তুমি রাজা ,
বুঝেছিলাম আমি নিরুপায় -
সামান্যই এক প্রজা ;
খেলতে বসে খেলার ছলে এ কোন দিলে সাজা ?
03.11.13;|4:30 PM.
Mirpur./Dhaka.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।