ছবিতে প্রশ্ন
- প্রবীর রায়
সে প্রতিবন্ধী আমার কাছে-তোমার কাছে
কিন্তু সে দেশের কাছে গর্ব
সে দেশের রাজা অথবা রানী
যে মূক বলতে পারেনা
যে পঙ্গু চলতে পারেনা
যে কানা শুনতে পারেনা
সে শুধু বোঝাতে পারে
আকারে-ইঙ্গিতে- ইশারাই
তার হাতের যাদুতে উঠে এসেছে ইতিহাস
হ্যা,কারণ সে চিত্রশিল্পী
আর, ছবিতে বাস্তব প্রাণ এনে দেয়
তার প্রতিটি চিত্র ভিন্ন-ভিন্ন ভাষা
ভিন্ন প্রতিবাদ-ভিন্ন চাওয়া-পাওয়া
কিন্তু আমরা সেগুলো শুধু দেখি
আর আনন্দ উপভোগ করি
তার অর্থ বোঝার চেষ্টা করিনা
তারা ছবিতে কি বলতে চাইছে
তাদের শুধু শান্তনা দিই
আঁকো-আরো আঁকো
বাঃ -খুব সুন্দর
কিন্তু তারা আজও তৃষার্ত
কেউ তাদের অর্থ বুঝতে পারেনি জন্য
তাই তারা এভাবেই ছবি এঁকে যাবে
যতদিন না আমরা তার অর্থ বুঝছি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।