সম্পর্ক
- প্রবীর রায়
সম্পর্ক মানে কি মনের টান-ভালোবাসা
গভীর থেকে গভীরে অনুভূতি
যা একজনের সাথে অন্যকে জোড়ে
একই সুতোয়-সমভাবে
যেমন জমির সাথে লাঙলের
লাঙলের সাথে বলদের
আর বলদের সাথে মানুষের
রৌদ্রের সাথে গাছের
ফুলের সাথে ভ্রমরের
আর ফলের সাথে জীবের
ছেনি-হাতুরির সাথে পাথরের
পাথরের সাথে আস্থার
আস্থার সাথে মানুষের
মাটির সাথে-জলের সাথে
আলোর সাথে-বাতাসের সাথে
সব কিছুতেই যেন মানুষের সম্পর্ক
যার একটি ছাড়া অচল
সব আছে বলেই প্রাণ আছে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।