বর্ষার হানা
- প্রবীর রায় - লিমেরিক ২৬-০৪-২০২৪

আবারো ফিরছে পতিতা বর্ষা বুক ভরা তার উচ্ছ্বাস
জল থইথই সাগর পূর্ণ ভাঙছে নদীর জলোচ্ছ্বাস
কাঁদছে প্রাণী ভাসছে প্রাণ জলে
গারি-বাড়ি স্বপ্ন জলের তলে
বাঁচাও-বাঁচাও একটাই শব্দ সামনে হাসছে বিনাশ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।