পতাকার সন্মান
- প্রবীর রায়
ভারত বর্ষ আমার হৃদয় ধ্বজা হল তার পরিচয়
জন্ম আমার মাতৃ গর্ভে ভাগ্য আমার দেশে উদয়
মাকে যেমন জড়ায় প্রেমে তেমনি বুকে দেশ পতাকা
শৈশবেতে বিদ্যালয়ে মিষ্টি সুরে মাকে ডাকা
পতাকা মাঝে দেশের মান তারি বুকে পাই-আমার মান
চাঁদের বুকে পর্বতশৃঙ্গে খেলার মাঠে গাই জয়ো গান
নিজেকে নয় দেশকে চেনায় ঋণ যে কভু শোধ হবার নয়
দেশের জন্য প্রাণ বলিদান লাগেনা ভয় সন্মুখে জয়
অন্ধ হই বা পঙ্গু আমি পতাকা মান সবচে দামি
১৫রো আগষ্ট স্বাধীন দিবস গর্বে মস্তক মা প্রণামি
দেশ যে আমার জীবন-মরণ প্রণয় জানাই মাতৃ চরণ
শ্রদ্ধা-সুবাস ধ্বজা রূপে করবো সদাই ফুলেল বরণ
শিশুর হাতে রক্তে লেখা প্রতিটি শ্বাসে মাতৃ ছোঁয়া
সেজেছে দেশ রং-পতাকাই মার রক্ষাই সহস্র দোয়া।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।