মানুষ খুঁজে ক্লান্ত মানুষ
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

মানুষ খুঁজে ক্লান্ত মানুষ
পায়নি কেউ খুঁজে,
দেশে-বিদেশে খুঁজে বেড়ায়
সে বুঝে না বুঝে ।
হাতের কাছে সোনার মানুষ
খুঁজো মিছে-মিছে,
দেশের জন্য জীবন দিয়ে
ঘুরো ওদের পিছে ।
ওরা মানুষ সোনার সন্তান
শস্য ফলায় মাঠে,
কৃষক শ্রমিক রাখাল বালক
মানুষ বিদ্যা পাঠে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।