প্রেম বৃত্ত
- প্রবীর রায়

একটা প্রশ্ন আজ- মনকে ভ্রমে ফেলেছে
প্রেমটা আসলে কি ?কতদূর তার পরিসীমা ?
যুগযুগ ধরে তার বহুরূপ দেখেছি
প্রেম কি তবে শূন্য ?
যার স্বাদ পেতে -সকলেই অতৃপ্ত
কেউ বলে প্রেমের নাকি দুটি রূপ
লৌকিক আর অলৌকিক
লৌকিক প্রেম দেশ-পরিবার-সমাজের আওতাই
আর অলৌকিক প্রেম আস্থা ঘিরে- ঈশ্বরের সাধনা
সবকিছুর সাথে সকলের এক অন্তরঙ্গ টান
কিন্তু সে সবের বিচারক -সময়
কখন কাকে কিভাবে.....ভালো-মন্দের ফারাকে
কিন্তু ঈশ্বরের প্রেম অবিনাশী-যা অমর
প্রেম আমরা স্বেচ্ছায় দিতে পারি কিন্তু অর্জন করতে পারিনা,জোড় করেও নয়
প্রেম হল ফুলের মতো,ভাঙা-গড়ার কারিগর
হাসি মুখেও মৃত্যুকে বরণ সহজ কারণ সেখানে প্রেম ভরপুর,লজ্জা-ঘৃণা তার প্রতিদ্বন্দ্বী
প্রেমও নাকি স্বার্থে অবশ,কিন্তু ঈশ্বর প্রেম নিঃস্বার্থভাব
ব্রহ্মাণ্ডের সকলেই তার অধীন-সাংসারিক প্রেম প্রতিদানের প্রসাদ
ঈশ্বর প্রেম সততা আর সাধনার গহিন,সাংসারিক প্রেম-মায়া-দয়া -করুণার আকর্ষণ
ভক্তি আর প্রেমের মাঝে বিরাজিত বিপরীত অন্তর
ভক্তিপ্রেম তর্কবিতর্কের পথ আর অন্তর প্রেম তর্কহীন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৭-০৭-২০১৮ ২১:২৫ মিঃ

ধন্যবাদ মন্তব্যের জন্য

১৭-০৭-২০১৮ ২১:১৪ মিঃ

খুব ভালো লেগেছে।