তবু ভালোবাসি !
- ফয়েজ উল্লাহ রবি ২৯-০৩-২০২৪

এই আমার দেশ, "সোনার বাংলাদেশ"
এখানে পিতার সনদ সন্তানের যোগ্যতার মাপকাঠি
টাকার জোরে সব পাওয়া যায় “যার হাতে তার লাঠি” ।
মেধাবীরা খাচ্ছে মার;
--কোটার কাছে হার।
এখানে হাতির জন্য টিভিতে লাইভ, টক-শো !
অথচ, মুক্তিযোদ্ধারা থাকে অনাহারে ।
ধর্ষিতার পিতা; বিচার চেয়ে অবশেষে আত্মহত্যা করে !
ধর্ষক বিনা বিচারে মুক্ত; দর্শক হয়ে ঘুরে ।
তবু,
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি”
কেউ-কেউ,
এই ‘মুখের কথা’ - “দু’হাতে লুটে”।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।