দূরেই থাকো
- ফয়েজ উল্লাহ রবি ২৯-০৩-২০২৪

দূরে আছো দূরেই থাকো
দূরে থাকাই ভালো,
কাছে এসে কেন মিছে
প্রেমের আগুন জ্বালো ।
ভুলে গেছো ভুলেই থাকো
মনে নাই বা রাখো,
তোমার পথে তুমি আছো
আমায় নাই বা ডাকো ।
ভালোবাস বা নাই বাসো
আমায় ভুলে যাও,
দুঃখের জলে ভাসাই আমি
আমার ভাঙ্গা নাও ।
দেখিয়ে মায়া কি হবে আর
আছো তুমি সুখে,
লবণ ছিটা কাঁটা গায়ে
আছি আমি দুঃখে ।
ভুলেই গেছি তোমায় আমি
রাখিনা আর মনে,
দূরে গিয়ে হয় যে দেখা
শান্তি সুখের সনে ।


জুন ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।