সুরহীন বাদ্য
- প্রবীর রায়

আজ আর কাজ মেলেনা
ওরা হাপিয়ে গেছে-হেরে গেছে
আগাম প্রতিভার নিকট
নতুন সৃষ্টি হেয় করছে আজ
সময় কাটাগুলোও থমকে
যেন-বিপরীত মুখি,দুর্বল
তাদের ভাষা-শব্দগুলো
ভাঙা-ভাঙা,যন্ত্রে সুর ওঠেনা
প্রতিটি সরঞ্জাম বধির
তারা আজ বেকার-অবসরপ্রাপ্ত
ভাগ্য ও হাসছে-ইঙ্গিতে ব্যঙ্গ করে
আজ সকলেই রোগী-শয্যায়িত জীবন
বংশধরেরা তৃষ্ণায় কাতর
যেমন তপ্ত মরুর বুক
অপেক্ষায় ধৈর্যের প্রাচীর আকাশ ছুঁয়েছে
ভেসে আসছে গ্রহণের আঁধার
শুরু থেকে শেষ সম্পূর্ণ পথই তবে অভিশাপ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।