আমার চোখে তোরাই মানুষ
- প্রবীর রায়
বাঃরে মানুষ বাঃ,কি অমোঘ তোদের ভাবনা
চলবে-চলবে এগিয়ে চল,তোরাই তো স্রষ্টা
তোরাই নিজ হাতে গড়ছিস-এই পৃথিবীকে
সৃষ্টি করছিস এক নতুন ধারাপাত-নব সূত্রে
কি দারুণ-কি দারুণ,দেবতারাও ঋণী তোমার কাছে
আমাকেও তোমরাই সৃষ্টি করলে-নিজেদের আলিঙ্গনে
প্রেম তৃষ্ণা মেটাতে,তারপর এ কি
এ কি ভাগ্য গড়ে দিলে আমার কপালে,তাই
আমার কান্না আসছে না-বরং হাসছি উল্লাসে মেতে
কেন যেন ! আমি তোমাদের থেকে এক ভিন্ন জীবন পাবো বলে
খুব উৎসাহ মনে-জীবনের স্বাদটা নেবার জন্য
যখন আমাকে ফেলে দিলে জঙ্গলে-নিজেদের লজ্জা ঢাকতে,সন্মান বাঁচাতে
একবারো ভাবলে না -আমার কি হবে ? কি খাবো ? কি পরবো আমি ? কোথায় যাবো ?
সবাই থাকতেও অনাথ করে দিলে-তাই তোমাদের কুর্নিশ
জানাই আমি
একমুঠো খাবারের জন্য -যখন আমি ছটফট করছিলাম,মাটি আর ড্রেনের জল খেয়ে বাঁচছিলাম
তখন কোথায় ছিল তোমাদের সাহসিকতা-দয়া-মায়া-মমতা
খাবারের জন্য যখন আমি-মানুষকে খুন করেছিলাম,চুরি করতে বাধ্য হয়েছিলাম
তখন কোথায় ছিলে তোমরা-কোথায় ছিল বড়বড় ভাষণ- অভ্যর্থনা
তখন একজন ও নয়-একটিও হাত ছিলনা আমাকে নিষেধ করার মতো
এ কাজ করিস না -একাজ পাপ কাজ,আমি তোকে কাজ দেব
আর আজ যখন আমার এটাই পেশা-পেট পুরে খেতে পারছি
তখন তোমাদের অসুবিধা,একজোটে চলে এসেছো প্রতিবাদ করতে
বাঃ রে বাঃ,তাইতো তোদের আমি মানুষ বলি
তোরা বেঁচে থাক যুগযুগ ধরে আর আমার স্বজন বাড়িয়ে চল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।