দুঃখ নির্মাণ
- মনিরা বাকী

তোমার নিম ভেজা ঠোটে দুঃখ দ্রবণীয়
তাই আজ আর কাজ নেই উল্লাসে;
দুঃখ ভেজে খাও, দুঃখকে গায়ে মাখাও
গিয়ে স্নান করো দুঃখতে ।
তোমার গৃহের নির্মাণ সামগ্রী বানাও
চুনসুরকি, ইট সিমেন্ট সব সব বানাও দুঃখ দিয়ে ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

০২-০৩-২০১৪ ০১:২৯ মিঃ

দুঃখ নেবে, দুঃখ?

২৮-০৬-২০১৩ ২০:৪৩ মিঃ

অর্থ বহন করে

১০-০৬-২০১৩ ১৫:৩৭ মিঃ

দুঃখ খাদক