পরিত্রাণ
- ফয়েজ উল্লাহ রবি

বুবু রে তোর কানের খবর
এখন কি তাঁর অবস্থা,
শোনিস কি তুই শব্দ সবই
ডাক্তারেতে রাখ আস্থা ।

বুবু তোমার পায়ের ব্যথা
এখনো কি বেশি,
বসতে শুইতে কতো কষ্ট
সাথে কি তোর কাশি ?

বুবু তোরা এক হয়ে যায়
ভুলে সব ব্যবধান,
বাংলা তবে মুক্তি পাবে
পাবে যে পরিত্রাণ ।

যা হয়েছে গত জীবন
ভুল ছিলো দু’জনে,
থামার নয় আর সামনে আগাও
সুর বাজে কূজনে ।

“ঘুমরে কাঁদে মুক্তি সেনা
বৃথাই দিলো জীবন”
চলে যাবি বুবু তোরা
আসবে যখন মরণ ।

যাওয়ার আগে ভাব একটি বার
কী যাবি রে রেখে,
সংঘাত আর দেখে অত্যাচার
কাঁদবি আকাশ থেকে ।

সময় এখন ঘুরে দাঁড়া
এগিয়ে যাবে দেশ,
সাজবে তবে সোনার বাংলা
এই প্রিয় বাংলাদেশ ।


৪ শ্রাবণ ১৪২৫, ১৯ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।