এক তরফা প্রণয়
- অরুণ কারফা
এই যে দূরত্ব আমাদের মাঝে
তুমি চাইলেই মেটাতে পার তা
আমার কাছে যা যোজন কয়েক
তোমার কাছে সখী মাত্র কয়েক পা।
পেলেও বাতাসে সুরভি তোমার
চাইলেও পাই না পরশ সামান্য
তুমি চাইলেই তা সহজে দিয়ে
করতে পার আমায় ধন্য।
তাই আমি ভাবি এমন প্রেমের
গুরুত্ব কতটা আছে এ জীবনে
এই আছে আবার এই নাই যা
আলো ছায়ার মত শয়নে স্বপনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।