টুকরো লুটতরাজ
- ফয়েজ উল্লাহ রবি
নাটক পাড়ায় হয় না নাটক
হয় যে নাটক রাজপথে,
মরবে শালা বন্দি যারা
দেশে থাকে ভিন মতে।
যদি কারো কিছু লুট করার ইচ্ছে হয়,
এখনই সেই সময় !
লুটের এই স্বর্ণযুগ আর আসবার নয় !
ঢাকতে "সোনা, কয়লা, দরিয়া-ই-নুর"
খাচ্ছে যে মার সাংবাদিক মাহমুদুর !
আস্তে-আস্তে মিটে যাবে সব আস্থা
ভাবুন ! সেই কী নিদারুণ অবস্থা !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।