সুখের আভাস
- ফয়েজ উল্লাহ রবি
সুখের সময় যায় দেখা যায়
পাশে অনেক লোক,
দুঃখের সময় পালায় দূরে -
থাকে শুধুই শোক !
শোকের সময় সুখের দেখা
দুঃখের সময় হাসি,
কান্না ভরা চোখের কোণে
জমা ভালোবাসা বাসি !
হয়না বাসী কথারা সব
থাকে কিছু তাজা,
পুরোনো কথা মনের ব্যথা
দেয় শুধু যে সাজা !
সাজার ভয়ে প্রেমের ডোরে
দিলে জোরে যে টান,
ভালোবাসায় কেউ নয় ছোট
সবাই সমান-সমান ।
দাম্মাম, বুধবার
১০ শ্রাবণ ১৪২৫, ২৫ জুলাই ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।