"তুমি-আমি"
- ফয়েজ উল্লাহ রবি
ক.
আমার আমি আমার মাঝে
আছি ভালো বেশ!
দুঃখের মাঝে মধুর হাসি
থাকবে সুখের রেশ !
খ.
তুমি যদি সুখে থাকো
বাজে যে গান বুকে,
তোমার মাঝে মিশে আমি
থাকবো সুখে-দুখে !
গ.
সেই দিন গুলো হারিয়ে গেছে
ক্ষুদ্র মনের অভিমানে,
ভয় পেয়েছি অনেক বেশি
ভালোবাসার অভিযানে!
ঘ.
আগের কথা পরের ব্যথা
মাঝখানে এই তুমি !
"সুখ দিলে দুখ পুরান প্রথা"
চিনি তোমায় আমি !
ঙ.
আকাশ ছোঁয়ার ইচ্ছে তোমার
মাটিতেই থাকুক পা,
'সুখের লড়াই দুঃখের দেখা'
লুকিয়ে রাখো ঘা !
দাম্মাম, বৃহস্পতিবার
১১ শ্রাবণ ১৪২৫
২৬ জুলাই ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।