'বাঁচা-মরা'
- ফয়েজ উল্লাহ রবি
ক.
মরতে তো কেউ চায় না ভবে
বাঁচাতে হাজার বছর,
থাকবে না কেউ যাবে সবে
যতোই না সাজাও ঘর !
খ.
যখন তোমার আসবে রে ডাক
থাকবে না তো কোনো ফাঁক !
'যাবি চলে একা-একা
পাবি না কারো দেখা' !
গ.
একটা সময় যখন তোমার
হবে রে শেষ আয়ু,
থাকবে না কেউ সারা জীবন
থামবে যখন বায়ু ।
ঘ.
বাঁচার জন্য লড়ে মানুষ
মরে গেলেই শেষ,
আশার তরে জেগে থাকুক
বেঁচে থাকার রেশ !
ঙ.
বেঁচে থাকে অন্তত কাল
মানুষ যে তাঁর কর্মে,
যায় চেনা যায় মানুষ তাঁরে
ভালোবাসার মর্মে !
দাম্মাম, বৃহস্পতিবার
১১ শ্রাবণ ১৪২৫
২৬ জুলাই ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।