খেরোখাতা
- অনিমেষ বিশ্বাস

তারপর ,তোর চোখে তাকিয়ে
আমি বুঝে গেছি,
দিগন্তরেখা কেন অদুরে মিলিয়ে
মাটি আর সবুজে মিশে ,
অলীক মায়ার জালে
দৃশ্যত মিলনে আপ্লুত হয়!
অথচ খেটে খাওয়া মজুরের
খেরো খাতায় রুটির চিত্র কল্পে
ফুল লতা পাতার বর্ণিল কাব্য
শোভা পায় না কভু।
তোর চোখের গহন অন্ধকারে ,
আমি বুঝে গেছি
পৃথিবী আবারও উল্টো রথে ,
বিদর্ভ নগরের ধূলিকণায়
বনলতা সেনের মতো
কোন এক অতৃপ্ত বাসনা বুকে
খানিকটা দিশা খুঁজে ফিরছে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৭-২০১৮ ২১:২৮ মিঃ

সুস্বাগতম।