'তোমার-আমার'
- ফয়েজ উল্লাহ রবি

অ.
সকাল হলে সূর্য উঠে
সন্ধ্যা হলে চাঁদ,
দু:খ গুলো পালায় দূরে
ভাঙ্গে সুখের বাঁধ!

আ.
আমার আকাশ মেঘে ঢাকা
তোমার আকাশ আলো,
বুকে আমার দুখের নদী
একটু তো সুখ ঢালো!

ই.
মেঘের আকাশ বৃষ্টি জলে
ভিজে মনের জমিন,
তোমার প্রেম সাগরে ডুবে
পাবো কিনা জামিন!

ঈ.
মুক্ত হয়ে আকাশ মাঝে
ডানা মেলে পাখি,
দূরে ছিলাম কাছে এলাম
আরো আছে বাকী!

দাম্মাম, শুক্রবার
১২ শ্রাবণ ১৪২৫, ২৭ জুলাই ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।