'শূন্য-পূর্ণ'
- ফয়েজ উল্লাহ রবি
আমি যদি তোমার মাঝে
খুঁজে বেড়াই সুখের পাখি,
আড়াল করে দুঃখ বাজে
যায় না দেখা থাকে বাকী !
বাকীর খাতায় হিসেব কষে
ফলাফলটা থাকে শূন্য,
খাতা-কলম হাতে বসে
হয়না তো ফল কভু পূর্ণ ।
চাওয়া গুলো হয়না গুরু
মনের মতো পাওয়া,
খালি হাতে জীবন শুরু
থাকে কতো চাওয়া।
আষাঢ় ১৪২৫, জুলাই ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।