হে নারী এসো একবার নষ্ট হই
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে নারী এসো একবার নষ্ট হই
তোমার আমার কষ্টগুলো বানাই প্রেমের খঁই,
হে নারী এসো একবার নষ্ট হই
নৈঃসঙ্গ্য জীবন থেকে মুক্তি লই।
.
হে নারী এসো একবার নষ্ট হই
টইটম্বুর যৌবন নদীতে তুমি-আমি ডুবে রই,
হে নারী এসো একবার নষ্ট হই
ধর্মের রঙিন চশমা খুলে
ভালবাসার দেব-দেবী হই।
.
হে নারী এসো একবার নষ্ট হই
অচলায়তন সমাজে ভালবাসার বোমা নিক্ষেপ করি
করুক তারা হৈ চৈ
হে নারী এসো একবার নষ্ট হই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-০৭-২০১৮ ০৮:৪০ মিঃ

অচলায়তন সমাজে ভালবাসার বোমা নিক্ষেপ করি
করুক তারা হৈ চৈ
হে নারী এসো একবার নষ্ট