শেষে পরাজয়
- প্রবীর রায়
আতরমাখা শঙ্খচূড় ফাঁদ পেতে বসে আছে
জঙ্গল ছেড়ে নীরবতায়
গর্তগুলো নিজ গহ্বরে ব্যাকুলতায় অস্থির
পথ ভুলেছে মানুষ গন্ধে !
দিনের আলো দেহে ভাস্বর এনেছে রক্তের লোভে
ছোবল নাক কামড় দেবে ?
নাকি একেবারে গলাধঃকরণ করিবে, নিমেষে !
ছুটছে প্রাণ,বাঁচাতে মানুষ-
পালাই যেথায় খুঁজে নেয় স্বাদ,শেষে পরাজয়
ভাগ-দৌড়ে নেমে আসে সন্ধ্যে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।