আমিও পারিব
- প্রবীর রায়

জ্বলন্ত অঙ্গার বুক মধ্যে
স্পর্শ পেলেই ভস্ম
বিবেক যুদ্ধে ক্ষিপ্ত সৈনিক
সজোর বেগে অশ্ব
সুপ্তগিরি ফাটলমুখী
লার্ভা রক্ত চাইছে
দম্ভ পুকুর বিষ ঢালছে
প্রতিটি শব্দ নাইছে
আত্মা মেরে দেহের বশে
হানছে শত্রু আঘাত
ঘর্ম ঝরে প্রেশার বাড়ে
দিনকে ভাবি রাত
চাইনা আমি একাজ তোমার
চিত্ত পাষাণ বটে
দেখবো ভাগ্য-লড়বো আমি
কি আছে মোর ঘটে
আর সইবোনা কোনো ব্যথা
ধরবো না ওই পা
কেন ভুলছি -সে পারিলে
আমিও পারিব তা।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।