পুলিশ চ্যাটের বাল
- ফাইয়াজ ইসলাম ফাহিম
পুলিশ চ্যাটের বাল
তাই নিজের কথা না ভেবে রক্ষা করে মানুষের জানমাল,
পুলিশ চ্যাটের বাল
তাই ৯৯৯ নাম্বারে কল দিলে মিটে ফেলে তোমার জঞ্জাল।
.
পুলিশ চ্যাটের বাল
পরিবার কথা না ভেবে
বাবা- মা কে ছেড়ে
দেশ কে দেয় সামাল।
.
পুলিশ চ্যাটের বাল
মাদক মুক্ত দেশ গড়তে
পুলিশ কে হতে হচ্ছে
টালমাটাল।
.
পুলিশ চ্যাটের বাল
তাই জনগণের সুখে দুঃখে হয়ে থাকে
মানবতার ঢাল।
.
পুলিশ চ্যাটের বাল
জঙ্গী নির্মূল করতে
কে হয়েছিলো
জঙ্গীর কারেন্ট জাল।
.
পুলিশ চ্যাটের বাল
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
রাস্তায় কে দেয় ট্রাফিক সিগন্যাল।
.
পুলিশ চ্যাটের বাল
এই পুলিশ আছে বলেই
স্বাধীন ভাবে
রাজপথে করতে পারিস ফ্যালফ্যাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৩-০৮-২০১৮ ১৪:৪৮ মিঃ
.
পুলিশ চ্যাটের বাল
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
রাস্তায় কে দেয় ট্রাফিক সিগন্যাল।
.
পুলিশ চ্যাটের বাল
এই পুলিশ আছে বলেই
স্বাধীন ভাবে
রাজপথে করতে পারিস ফ্যালফ্যাল।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।