জলহীন শ্মশান
- প্রবীর রায়

আরে ও মন্ত্রী ! জল ব্যাগরে মরলো যে মোর বেটি
প্রাণ নাইকো আমার গ্রামে লাশের চিতা এটি !
জল আনিতে যাই যে দূরে মাইল পথ ছেড়ে
মারামারি-গালিগালাচ ওরা নেয় সব কেড়ে !
আসছে হেথায় বহুদিন পর একটি-দুটি ট্রাঙ্কার
তাতেও আবার তোলাবাজি ভ্রষ্টাচারীর ঝঙ্কার।!
খাবার জন্য জল পাইনা, পাইনা স্নানের জন্য
স্বচ্ছতা আজ দূরে থাকলো জল খুঁজতে হন্য !
ভূমিমাতা ও করছে রব ফসলবিহীন জমি !
শ্মশান হল লক্ষ গ্রাম তৃষ্ণাতে প্রাণ দমি !
তোমরা করছো জল অপচয় তাতে বাঁচবো আমরা !
দাওনা নেতা প্রাণ ফিরিয়ে নরম করো চামড়া !
কাঁদতে গেলেও আঁখি জলহীন চেঁচিয়ে মরে ব্যর্থ !
এমন কিছু করলে যাদু সেই পানিতে পেট ভরতো !


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।