পাগলা ঘোড়া !
- ফয়েজ উল্লাহ রবি

ইচ্ছে যেমন চলছে তেমন
দেশের পাগলা ঘোড়া,
ভালো আছি আপন মনে
তাই কি বিবেক খোঁড়া !

দেখতে-দেখতে সয়ে গেছে
দেখি যতো অনিয়ম,
ভুল গুলো আজ সঠিক লাগে
হয়ে গেছে সে নিয়ম !

মানুষ সবাই নিজের কাজে
ভুলে মানবতা,
চায় যে হতে শক্তিশালী
পেতে সে ক্ষমতা !

রাষ্ট্র যাদের মরে তাঁরা
সেবক করে শাসন,
প্রজারা সব কীট পতঙ্গ
পায় না যে তাঁর আসন ।

ধৈর্য্য ধরে চুপটি থাকে
খোলা চোখ বন্ধ রাখে,
রাষ্ট্র কভু নেয় না খবর
লুট করার ফাঁকে-ফাঁকে ।

আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।