আজাদ স্মরণে
- প্রবীর রায়

দেশ গড়িতে মানব প্রেমে প্রাণ করিলে ত্যাগ
ভারত মাতার বিদ্রোহী বীর চন্দ্রশেখর আজাদ
নানা বিপ্লব রক্তে তোমার স্বাধীনতার জন্য
ছাত্র বয়স বিলিয়ে দিলে তোমায় পেয়ে ধন্য
পনেরো বছর বয়সকালে ঝরালে রক্তবিন্দু
পনেরো দফা বেত্রাঘাতে হৃদয় শক্ত সিন্ধু
ছিলে গরীব মনটা সৎ সর্বাঙ্গে ক্রান্তি
শাসক দলে আঘাত হেনে সৃষ্টি করলে ভ্রান্তি
আদর্শ বীজ বপন করেছো শত বিদ্রোহী বুকে
ভগৎ সিং-যতীন দাস লড়াই-এ নাহি ঝুকে
ডাকাতি করেছো অস্ত্র কিনিতে শাসক গোষ্ঠীর ট্রেনে
পরিচয়ে বলো স্বাধীন আমি প্রতিবাদ হানো ব্রেনে
দাসত্ব কড়া ভাঙতে সফল মুক্ত কণ্ঠে তিনি-
কন,স্বাধীনতা আমার অধিকার মাতৃ দুগ্ধে ঋণী
রণক্ষেত্রে পণ করিলে ধরা দেবেনা কভু
নিজ বুলেটে প্রাণ ত্যাগিলে মোদের বীর প্রভু
তোমার জন্য পেলাম মোরা মুক্তধরা বুকে
নির্মলাকাশ-স্নিগ্ধবাতাস পরিচয়ে আছি সুখে
আবার ফিরে আসছে দেশে পুনরায় রাজ শাসন
দেশ বিপদে মোরাই শত্রু সকলেই দুঃশাসন।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।