হিতে বিপরীত
- প্রবীর রায়
আমার দেশের শিক্ষা দিবস জ্ঞান গরিমার সাথী
নব স্বপ্ন-নব দিশা আঁধার যুগের বাতি
বহু ভাষার বহু মানুষ শিক্ষামুখী একতা
মনিষীগণ প্রাণ দিয়েছে দেশ গড়তে সততা
তেরঙ্গার ধ্বজকে স্যালুট দিয়েছে মোদের মুক্তি
বীর পুরুষের রক্তে স্বাধীন অমৃত সে উক্তি
শিক্ষা আজ উন্নত তবে বাড়ছে জালিয়াতি
ভ্রষ্টাচারী সমাজ সেবক কাড়ছে শান্তির রাতি
যেথায় দেখি শুধুই দাঙ্গা রাজনীতিরি ছোঁয়া
শিক্ষা আজ চুল্লি কাঠে উড়ছে হিংসার ধোঁয়া
হে মঙ্গল-হে ভগৎ চেয়েছিলে, যে দেশ তোমরা !
সবি যে আজ হিতে বিপরীত বিঁধেছে হূল-ভ্রমরা
শিক্ষা নিয়েও শেয়ার বাজার ! কামাতে পাপী অর্থ
তবে কি যুদ্ধে ? বীর সন্তানের প্রাণটি দেওয়াই ব্যর্থ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।