ক্যামনে জীবন ধন্য
- প্রবীর রায়
বাঃরে-বাঃ,আমার মন্ত্রী কি দারুণ তব নীতি
স্বাধীন হয়েও কাঁদতে হচ্ছে পিছ ছাড়েনা ভীতি
গরীব পাওনা পাচ্ছে ওরা পতিত মরছে ধুঁকে
কান্নার জল ঝরে পরছে হৃদটাই নেই বুকে !
ওরা থাকছে কেড়ে সুখে আমরা হারায় সবি
পথে বেরোতে প্রাণেতে ভয় শত্রু লাগে রবি !
না-খেয়েই কাটছে জীবন দেহ কঙ্কাল প্রায়
ফ্রির ঔষধ চাইতে গেলে আমার ভাগে নাই
স্বাস্থ্যবিমা- স্বাস্থ্যবিমা শুনছি সবার মুখে
আমার এলোনা কভু জীবন সফর দুখে
ওরা পাচ্ছে সকল সুযোগ যা দিচ্ছে সরকার
আমার বেলাই বলে ভণ্ড তোমার নেই দরকার !
তাই এ জীবন রাখতে চাইনা ! মৃত্যু তোমার জন্য
মন্ত্রী মশাই ভোট দেবো তাই ! জীবন হবে ধন্য।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।