"নিরাপদ সড়ক"
- ফয়েজ উল্লাহ রবি

ছাত্ররা সব আন্দোলনে
“চায় নিরাপদ সড়ক”
রাষ্ট্র তুমি নীরব কেনো
মাথায় ধরেছে কি মড়ক ।

ভাইয়ের রক্তের চায় যে বিচার
চায় না তো ক্ষমতা,
তবু তুমি কঠোর কেনো
দেখাও না মমতা ।

আমার দেশের সেবক যারা
তাঁরাই আমায় মারে,
মানবতা ভুলে ওরা
রাখে বন্দুক ঘাড়ে ।

আঙ্গুল দিয়ে চোখে ওরা
দেখাইলো দেশ কেমন চলে,
নিরাপদ সড়ক কেমন হয়
রিক্সা গাড়ী যে যার দলে ।

শোকের খবর অট্ট হাসে
মিটিং এ সে ঘুমে,
লুটছে যে যা মতো করে
আমার সোনার ভূমে।

চায় যে সবার নিরাপত্তা
অবাধে যায় স্কুলে,
নতুন সূর্য উঠোক হেসে
বাংলা ভাসে অকূলে ।

আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।