ফের সেই ঠিকানায়
- ফয়েজ উল্লাহ রবি
সেই পথে ফের এসেছি ফিরে
যে পথে একদিন হেঁটেছি !
ভাষার জন্য জীবন দিয়ে;
বাঁচার জন্য জীবন দিয়েছি !
যে মাটি বাঁচাতে ঝরছে
রক্ত আমার পিতার !
সে মাটি আজ ভিজে গেলো
যেই চেয়ে অধিকার।
কতোটা বদলে রাজনীতি
ফের আগের ঠিকানায়!
বৃথাই কি রক্ত দিলো বীর
রইল তা অজানায় ।
বল ? আর কতো রক্ত দিলে
তবেই হবে শুদ্ধ,
স্বাধীনতার পেতে যে স্বাদ
চাই কি আবার যুদ্ধ ।
'আমি' 'আমার' বলে কয়ে
লুটছে যারা দেশ,
মিটবে ক'বে মৃত্যু মিছিল
হবে যে এর শেষ ।
২১ শ্রাবণ ১৪২৫
০৫ আগস্ট ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।