আসলে গুজব
- ফয়েজ উল্লাহ রবি

"কান নিয়েছে চিলে আমার
ঘুরছি চিলের পিছে"
অযথায় সব আয়োজনে
ঘুরছি শুধু মিছে ।
বাঁশের পানি সেফা মিলে
ভোরে কেটে বাঁশ,
টাকার কয়েন হাজার মূল্যে
কিনে সর্বনাশ ।
চাঁদের মাঝে দেখছি যে মুখ
মধ্য রাতের গুজব,
কে বা কারা ছড়ায় এমন
এটাই কি তাঁর জব ?
সত্য-মিথ্যে এই লড়াইয়ে
সত্যই জিতে শেষে,
যতোই গুজব হউক না তা
প্রকাশ অবশেষে ।

শ্রাবণ ১৪২৫, আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।