সম-সাময়িক বাণী
- ফয়েজ উল্লাহ রবি
ক.
পতাকার ঐ সবুজ কমে
হয়েছে রক্ত লাল,
বল? আর কতো মৃত্যু হলে
ধরবি তুই সত্যের হাল !
খ.
"এই দেশ আমার রক্তে কেনা
নয়তো কারো দানে"
ভাসছে যে দেশ স্বৈরাচার আর
দুর্নীতিরই বানে !
গ.
কিশোররা সব সম্পদ তোমার
কেনো ভাবো শত্রু,
আগামী দিন ওরাই কর্তা
আমার দেশের মিত্র !
ঘ.
তুলছে ছবি যতো লোকে
মরছে-মারছে তারো কম,
TRP'র এক চরম লড়াই
থামবে; আসবে যখন যম !
ঙ
তোমরা যারা বিচার চেয়ে
রাস্তায় নেমে এলে,
এইদেশ তোমার চায় না ভালো
কী হয় মরে গেলে ?
রবিবার, দাম্মাম
২১ শ্রাবণ ১৪২৫, ০৫ আগস্ট ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।