জল ছবি
- শাওন সারথি
তবু তাহারেই বাসিয়াছিলাম,
অন্ধকারে ডুমুরের মতই
আকাশে যে নক্ষত্রের মেলা
কিংবা প্যাঁচার নির্বাক চাহনি।
তাহাতে উষ্ণতা বাড়ে, বাড়ে অস্বস্তি,
ঘাম ঝরে।
যে নদীর জল দেখিয়াছিলাম
তৃষ্ণা নিবারণের কালে।
ঘোলাটে মেঘের মতই একদিন
মৃদু হেসে বলেছিল,
যেদিন সন্ধ্যা নামিবে
এই নদীর ঘোলাটে জলের মতই
সাজাবে পৃথ্বীর রুপ।
সেই দিন হেসে নিও
হৃদয়ের অমোঘ ঋণে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।