'অধরা তুমি'
- ফয়েজ উল্লাহ রবি

ক.
আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে
এই বাড়ালাম হাত,
স্বপ্ন আমার ঘুমেই ছিলো
হয়নি শেষ আর রাত!

খ.
রাতের শেষে দিনের আলোয়
পাইনি তোমার দেখা,
অন্যের মনে ছিলে তুমি
তার মনেতে আঁকা ।

গ.
দিনের আলোয় শান্ত সবই
ভয়ংকর সে রাতে,
নিজের মোহে ডুবে থেকে
কী রাখে যে সাথে ।

ঘ.
তোমার মতো আছো তুমি
ভাবছো না আর আমায়,
আমায় নিয়ে থাকি আমি
রাখবো মনে ক্ষমায়।

ঙ.
কোথায় থেকে এলে তুমি
যাবে কোথায় শেষে,
দুই দিনের এই রঙ্গের খেলা
ভাঙ্গবে অবশেষে!


৬ আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।