কর্মফল
- ফয়েজ উল্লাহ রবি

গায়ের জোরে দেখাও দাপট
যখন রবে না আর জোর,
লড়াই তোমার থামবে সবই
কোন হবে না যে শোর!

শক্তি তোমার আকাশ সমান
ভাবছো মনে-মনে,
এক নিমিষে ধুলায় মিশে
মিটবে ক্ষণে-ক্ষণে ।

বিন্দু থেকে সৃষ্টি তুমি
এই তুচ্ছ একটা দেহ,
প্রাণ পাখিটা উড়ে যাবে
রাখেনা খবর কেহ ।

মিছে মায়ায় মোহ ছায়ায়
ডুবে আছো ভুলে,
জীবনটাকে ভাবছো তুমি
বাগান হাজার ফুলে ।

কাঁটা আছে কীটও থাকে
থাকে লোনা জল,
করবে যা সব সমান হিসেব
পাবে কর্মফল ।

২৩ শ্রাবণ ১৪২৫, ০৭ আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।