ব্য ব ধা ন
- ফয়েজ উল্লাহ রবি
আমায় তুমি আকাশ দিলে
দিলে চাঁদের আলো,
মরুর বুকে বৃষ্টি দিয়ে
বুকে আগুন জ্বালো!
যখন আমি আকাশ দেখি
দেখো তুমি নদী,
তোমার-আমার এই ব্যবধান
মিটে যেতো যদি!
সাদা যারে আমি বলি
তুমি বলো কালো,
আঁধার আমি বলি যারে
বলো তুমি আলো!
দিনকে আমি দিন বলে যাই
তুমি বলো রাত,
আঁধার মাঝে আলোর খুঁজে
হয় যদি প্রভাত!
১০ আগস্ট ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।