তোমায় নিয়ে
- ফয়েজ উল্লাহ রবি
আকাশ দেখি সাগর দেখি
দেখি জলের ধারা,
সবুজ দেখে অবুঝ থাকি
জীবন পাগলপারা!
গগন আমার লগন লাগা
আলো তোমার আকাশ,
ডুবে থাকো আপন মনে
জীবনটাই অবকাশ!
যদি আমি আকাশ ছুঁই
হাঁটি জলের উপর,
হাতে নিয়ে মেঘের খন্ড
বাঁধি শূন্যতে ঘর!
তোমায় নিয়ে ভেসে যাবো
তেপান্তরের মাঠ,
সঙ্গী হয়ে দু'জন মিলে
জীবন সূত্রপাত!
১০ আগস্ট ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।