ঠিক তুমি
- ফয়েজ উল্লাহ রবি
তোমার কাছে হচ্ছে মনে
বলছো যা তা ঠিক,
আমার বলা কথারা সব
খুঁজে বেড়াক দিক!
তোমার দেখায় আলো আসে
আমার দেখায় আঁধার,
তোমার কথায় খুলে দেয়াল
আমায় বন্ধ হয় দ্বার ।
হাসলে তুমি চাঁদ যে হাসে
কাঁদলে ঝরে বৃষ্টি,
ইচ্ছে তোমার চলে ধরা
তোমার কথায় সৃষ্টি ।
ভুলের মাঝে ডুবে থাকো
তুচ্ছ তুমি তুচ্ছ,
মানুষ নামের প্রাণী তুমি
অল্পতে হও তুষ্ট ।
১০ আগস্ট ২০১৮
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।