উদাসীন পথিকের মনের ব্যথা
- এ কে সরকার শাওন - কথা-কাব্য ১৯-০৪-২০২৪

উদাসীন পথিকের মনের ব্যথা
জানে না তো কেউ;
দক্ষিন হাওয়া শুনবে তুমি
ক্ষানিকটা দাড়াও।।

সাজের মায়ায় আলো ছায়ায়
তাঁকেই স্মরণ করি;
মনের মাঝে বসত যাহার,
অষ্ট-প্রহর ধরি।

ফাগুন মাসের আগুন হাওয়া
প্রিয়ার বুকেও বয়,
শীতল হাওয়ার পরশ দিয়ে
মন ভুলিও তায়।

ক্লান্ত কায়ায় এলো-চুলে,
আপন আঙ্গিনায়;
বসবে যখন প্রিয়া আমার,
গোমরা মুখে হায়!!!
তুমি তখন শীতল পরশ
বুলিয়ে দিও গায়;
মন ভোলানো কথা বলে
তাঁর ঠোটে হাসি এনো;
তাঁর হাসিই আমার হাসি
এই কথাটি জেনো।

স্থান: ইয়াসিনপুর, নাটোর।
তারিখ: ১০ মার্চ ২০১৮

http://bdmetronews24.com/%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%b0/ https://silkcitynews.com/188569

https://www.facebook.com/photo.php?fbid=1990280260999692&set=a.103353853025685&type=3&theater

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।