খোঁপার ফুল
- ফয়েজ উল্লাহ রবি ১১-১০-২০২৪
তোমার খোঁপার ফুলে
মন মূয়ুরী দোলে
তোমার চুলের ভাঁজে
রূপের নহর সাজে!
তোমার হাতের চুঁড়ি
পায়ের নূপুর,
আমায় পাগল করে
মধ্য দুপুর!
১১ আগস্ট ২০১৮
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।