"দা গা"
- ফয়েজ উল্লাহ রবি ২৭-০৪-২০২৪

যার কাছে মন জমা ছিলো
সেই দিয়েছে দাগা,
না বুঝে মন পাগল ছিলো
হয়নি তো আর জাগা ।
মন ভেঙ্গেছে মনের মানুষ
কোনো কারণ ছাড়া,
হয়নি সুখি প্রেমিক তাঁরা
মন ভেঙ্গেছে যাঁরা ।
কাঁদে যখন বুকের ভেতর
যায় না দেখা জল,
ও মন একা-একা নীরব
থাকা; পায় না ফল ।

১২ আগস্ট ২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।