বিচিত্র কাব্য-দুই
- ফয়েজ উল্লাহ রবি

ক.
বিনিময়ে দান করে সে
কিছু পাওয়ার ইচ্ছে,
হয়না পাওয়া মনের মতো
তখন খোটা দিচ্ছে!

খ.
কেমন করে দূরে থাকো
রেখে আমায় একা,
দিবা-নিশি ভাবি তোমায়
পাইনা তবু দেখা!

গ.
মৃত্যুর পরের চিত্র যদি
দেখতে পেতো মানুষ,
বদলে যেতে জীবন ধারা
হতো না আর বেহুঁশ!

১৩ আগস্ট ২০১৮


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।