আমি তা চাই না
- রুহুল আমীন রৌদ্র ১৯-০৪-২০২৪

তোমার সুদীঘল চুলগুলো দেখে কেউ ইশ্ বলুক,
আমি তা চাইনা,
তোমার বুকের নদীতে কেউ সাঁতার কাটুক,
আমি তা চাইনা,
তোমার মধুফলে গ্রীষ্মের বৈরী হাওয়া লাগুক,
আমি তা চাইনা,
তোমার সঢৌল নিতম্ব দেখে কারও যৌনাঙ্গ উষ্ণ হোক,
আমি তা চাইনা।
আমি চাইনা,
স্টবেরীর মতো কোমল উষ্ণ ঠোঁট দুটি অন্য কারও হোক,
চাইনা,
তোমার সীমারেখায় কেউ খুঁটি গেরে বসুক,
অথবা অন্য নদীর ঘোলাজল,
তোমার জল ধারায় মিশুক।
আমি চাইনা,
তোমার হাতের আঙুলে ফুটুক অন্য কাঁশফুল,
অথবা তোমার দৃষ্টিরেখায়
অন্য নক্ষত্র।
তুমি আদি হতে অন্ত শুধুই আমারি,
আমার বুকের পাঁজর চিঁড়ে হয়েছে তোমর গড়ন।
তোমার দেহের উষ্ণতা শুষে নিতে আমিই হবো
প্রথম বস্ত্র।
আমি চাইনা,
তুমি কারো গগনের মেঘ হও,
চাইনা তোমার চিবুকের অশ্রুপ্রস্রবণ,
অন্য কারও তরে ঝরুক।
মেয়ে,
সত্য হতে তেতা, দাফর হতে কলি,
আমিই ছিলাম তোমার স্বর্গ মর্ত।
এ বুকের গভীর গহিনে, অন্ধকার এক কুটিরে,
তোমায় বসিয়ে রাখবো সিংহাসন গড়ে।
অনন্ত প্রেমের প্রদীপ জ্বেলে আবছা আলোর খুনসুঁটিতে,
তোমার মাঝেই খুঁজে বেড়াবো,
আমার হারানো ঈশ্বর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

faizbd1
১৭-০৪-২০১৯ ০১:৩০ মিঃ

খুব ভালো লিখেছেন কবি ।