রহস্য মৃত্যু
- প্রবীর রায়
প্রাণটি সিঁড়ির ঘাটে খাঁচায় বন্দী রেখেছি
মৃত্যুর দেশে পাড়ি দেব- উন্মাদনা কমাতে
আত্মাগুলোর সাথে দেখা করতে
রহস্যের অনুসন্ধানে মরিয়া
কেন ? কি কারণে প্রাণ ত্যাগ করলে তোমরা
প্রশ্নটা তাদের সামনে রাখবো, তাই-
জলে ঝাঁপ সময় অপচয় না করে
গভীরে পাতাল পুড়িতে প্রবেশ
এখন আমিও মৃত !
তাদের সন্মুখে দাঁড়িয়ে,চোখে-চোখ নির্ভয়ে
সব প্রশ্নগুলো একে একে পেশ
সকল আত্মার একত্রে উত্তর
কারণ- নিজ প্রশ্নে বিলীন
তোমার প্রশ্নেই সমাধান ঢাকা
আমি অবাক ! ভেবে কৌতূহল একাকী
সারাটা পথ রহস্যটা খুঁজতে-
খুঁজতে ফিরে এলাম নিজ দেহে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।