আমার সন্তান-মৃত্যু
- প্রবীর রায়

কোন মেয়ে মা হতে চাইনা !
সকলের স্বপ্ন মা হবার
সেও চায় সংসার গড়তে
মায়া-মমতা তার ও আছে
ছোট ছোট শিশুকে নিয়ে-
সেও খেলা করতে চায়
তার মাতৃত্বকে সম্পূর্ণতা দিতে মরিয়া
স্নেহের সুধারস-দুগ্ধ মাটিতে চুইয়ে পরে
তার ও চোখে স্বপ্ন মেঘ সাজানো
সন্তানকে বিয়ে দেবে নব সাজে
বৃদ্ধ বয়সে নাতি-নাতনিকে বুক সুধা দেবে
কিন্তু হল সবটাই উলটো
নারী বানিয়েছে তবে সম্পূর্ণতা দেয়নি
কোথাও ত্রুটি রেখেছে দেবতা
চরম মুহূর্ত দেখতে -এ প্রাণে
মা ডাক শুনতে পেলামনা
তবে বাঞ্ছা ডাক অনায়াসে
যার দাম দিতে হল-প্রাণ বিনিময়ে
এ কেমন রীতিনীতি-সমাজের সভ্য দরবারে।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।