ভ্রুক্ষেপ হত্যা
- প্রবীর রায়
আজ মনটাকে কোনমতেই মানাতে পারলামনা
কেন ? কি কারণে তাও জানিনা !
জানার চেষ্টাও করলাম না
থেমে যাওয়া ঘড়িরকাটার নিস্তব্ধতা-
কিছু বলতে চাইছে ইশারাই
আমি পরোয়াহীন ভাবে ভ্রুক্ষেপ হত্যা করলাম
কৌতূহল- ব্যাকুলতা সেদ্ধ হচ্ছে-
মুক্ত আকাশের গাঁই
রক্তিম লাল ধোঁয়া পথ খুঁজছে-
মেঘে আত্মবলিদান দেবে
পাখি গুলোও যেখানেসেখানে অনশন করছে
অক্টোপাস সবকিছুর সমাধান খুঁজতে গিয়ে-
আর ফিরতে পারলোনা
কারণ-সেও একই প্রশ্নের সন্মুখীন হল।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।