ভাবনার খেলা
- প্রবীর রায়
বাঃ রে বাঃ,কি সুন্দর খেলা !
একমাত্র ভাবনাটাই অমর-প্রকৃতিবুকে
কেন এমনটা হয় ?
কারাই বা দায়ী ? জানোকি তোমরা ?
কেন ত্রিশ বছরের স্নেহ-ভালোবাসা
ক্ষণিকের প্রলয় ডাকে ধ্বংস হয়
সেই ছোট বেলার মুহূর্তগুলো ছিল বাঁধাধরা
সে সময়ে অসংখ্য স্বপ্ন ছিল-
পিতামাতার আদর মাখা কোলে,
একের ব্যথায় অন্যরাও ব্যথিত হত-আজ মুক্ত,
হাসি-ঠাট্টা-একতা সব বয়সের সাথে লোপ পাই-
নেমে আসে কালো ছায়া,
বিবাহ বন্ধনে বেধে সব শেষ
ভায়েভায়ে বিভেদ,বোনেরা বঞ্চিত,পিতামাতা বৃদ্ধাশ্রমে,
এ আবার কেমন খেলা -ভ্রুকুটি ভরা পথ,
মানুষেরা বলে-নিয়তির খেলা !
ভাগ্যে যা আছে তাই হবে,
তোমরা কি তা বিশ্বাস কর ? আমি করিনা,
কারণ-মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে-
আবার নিজেই -নিজেকে শেষ করে,
কেন ! আমারা সারাটি জীবন একসাথে বাঁচতে পারিনা ?
পারিনা-অহংকার,স্বার্থ ভুলে এক থাকতে !
অবশ্যই পারবো,তবে করবো কেন ?
এই একটাই দুষমনাভাব সকলের মনে,
আমি খাটবো-আমিই খাবো,নিজ সন্তান নিয়ে সুখে থাকবো,
অন্যকে কেন ভাগ দেব ! তারাও খাটুক-খেটে খাক,
তাদের ওতো হাত -পা আছে,তারাতো পঙ্গু নয়-সবল,
তবে কেন আমি তাকে পুষবো ! তাই আমি আমাতেই মগ্ন
সব খেলার শেষ আছে,তবে এ খেলা বিরামহীন চলমান।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।