নতুন বেহুলা
- প্রবীর রায়

ঘাটেঘাটে বেহুলার দেখা- দিকদিগন্তে
সমস্ত নদী নালাই যেন সেই পুরাতন-
গাঙুর নদী,আর তার বুকে ভাসানো ভেলা !
তবে ! আজ আর তাতে লক্ষ্মীন্দর নেই
লক্ষ্মীন্দরেরা আজ অসুর,তাই বেহুলাই-
সারথি,
নিজেই মরদেহ-নিজেই তার রক্ষক
মনসা সন্তান পাপীদের দংশিতে ভয় পাই
কারণ ! আজ বৈজ্ঞানিক যুগ-নিমেষেই বিষ উধাও
তবে তা পুরুষের ক্ষেত্রে ! নারীরা তার শিকার
তাই আজ আর একটি বেহুলা নয় !
কোটিকোটি বেহুলা যত্রতত্র-অবহেলিত মৃতপ্রায়,
এখন স্বর্গদ্বারও নেই ! তবে সতীত্ব পরীক্ষা অবিচল
ফেরেনা হারানো সন্তান-কঙ্কালে জাগেনা প্রাণ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।